কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবসের র‌্যালি ও আলোচনা

 মিছবাহ উদ্দিন মানিক | ৭ অক্টোবর ২০১৯, সোমবার, ১২:০২ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (৬ অক্টোবর) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়। উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র‌্যালিটি শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে ‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নূরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নাসিরুজ্জামান সেলিম, সিদলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান কাঞ্চন, আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, পুমদী ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুল হাসান মাহবুব, হোসেনপুর সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রায়হান, হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসমা বেগম, আড়াইবাড়িয়া ইউপি সচিব মো. আসাদুজ্জামান, নিকাহ রেজিস্টার (কাজী) মো. আবুল কালাম প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর