কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে রোপা আমন আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

 স্টাফ রিপোর্টার | ৫ অক্টোবর ২০১৯, শনিবার, ৯:০৪ | কৃষি 


কিশোরগঞ্জে রোপা আমনের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবার চলতি রোপা আমন মৌসুমে কিশোরগঞ্জ সদর উপজেলায় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে রোপা আমন ধানের আবাদ করা হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, চলতি রোপা আমন মৌসুমে কিশোরগঞ্জ সদরে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০ হাজার ৬৫০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে প্রায় ১০ হাজার ৭শ’ হেক্টর জমিতে। ফলে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ বেশি হয়েছে।

কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন জানান, রোপা আমনের আবাদ নির্ধারিত লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে তবে রোপা আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর