কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অটোরিকশা থেকে পড়ে বাসচাপায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু

 সোহেল সাশ্রু, ভৈরব | ৩ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ৫:০৯ | ভৈরব 


ভৈরবে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে যাত্রীবাহী বাসচাপায় আসমা বেগম (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে ভৈরব পৌর আইভি রহমান স্টেডিয়াম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতের বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামে। তিনি ইতালী প্রবাসী জাকির হোসেনের স্ত্রী ও তিন সন্তানের জননী।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, আসমা বেগম বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ থেকে ব্যটারিচালিত অটোরিকশা যোগে শহরের বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি শহরের স্টেডিয়াম এলাকার হোমিও হিলিং সেন্টারে সামনে পৌঁছুলে অটোরিকশা থেকে তিনি সড়কে পড়ে যান।

এসময় বিপরীত দিকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর পরই বাসচালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করে হাইওয়ে পুলিশ। মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. মামুন রহমান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর