কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ

 মিছবাহ উদ্দিন মানিক | ২ অক্টোবর ২০১৯, বুধবার, ১২:৫৩ | হোসেনপুর 


হোসেনপুরের হাট-বাজার গুলোতে দ্বিগুণ মূল্যে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ রপ্তানী বন্ধ ঘোষণার পর থেকেই খোলা বাজারে ৫০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পেঁয়াজের লাগামহীন দাম জনজীবনে অস্থিরতা দেখা দিয়াছে। ফলে নিম্ন আয়ের মানুষ বাজার করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। পেঁয়াজের সাথে পাল্লা দিয়ে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে।

এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের আশায় কালো বাজারে পেঁয়াজ মজুদ করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। বাজার করতে আসা ক্রেতারা এ নিয়ে তাদের অসন্তোষের কথা জানান। তারা হোসেনপুর বাজারসহ অন্যান্য বাজারে সরকারিভাবে বাজার মনিটরিং প্রয়োজনীয়তার কথাও বলেছেন।

সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানান, কোনো ব্যবসায়ী অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর