কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মেয়াদোত্তীর্ণ দই বিক্রির অপরাধে ম্যাক টেস্ট শপকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ১ অক্টোবর ২০১৯, মঙ্গলবার, ১০:১৫ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জে মেয়াদোত্তীর্ণ দই বিক্রির অপরাধে ম্যাক টেস্ট শপকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রেতার অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই জরিমানা করেন। এছাড়া অভিযোগের সত্যতা পাওয়া যাওয়ায় জরিমানার শতকরা ২৫ ভাগ হিসেবে অভিযোগকারীকে পাঁচ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, কিশোরগঞ্জ শহরের জেলা আওয়ামী লীগ অফিস সংলগ্ন ম্যাক টেস্ট শপ থেকে কিনে জেলা জজ আদালতে কাপ দই নেয়া হয়। সেখানে নেয়ার পর দেখা যায় দইয়ের মেয়াদ শেষ। এ পরিপ্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগের ব্যাপারে ম্যাক টেস্ট শপ এর বক্তব্য নেয়া হয়।

অভিযোগটি সত্য প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে অভিযোগ কারীকে ২৫% প্রদান করা হয়। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর