কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে গ্যারেজ নিরাপত্তাকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার

 সোহেল সাশ্রু, ভৈরব | ৩০ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৯:৩২ | ভৈরব 


কিশোরগঞ্জ জেলার ভৈরবের একটি অটোরিকসা গ্যারেজ থেকে রাজিব নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের কালিপুর এলাকায় রতন মিয়ার অটো গ্যারেজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাজিব অটোরিকসা গ্যারেজের নিরাপত্তাকর্মী হিসেবে নিয়োজিত ছিলো। তার বাড়ি ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক মাস আগে পৌর শহরের রতন মিয়ার অটোরিকসা গ্যারেজে রাজিব চাকুরী নেয়। রোববার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সে ওই গ্যারেজে ঘুমিয়ে ছিল।

পরে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে গ্যারেজ খুলে রাজিবের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, ঘটনার আসল রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। এছাড়া এর সাথে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর