কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরের বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো কিশোরী

 মিছবাহ উদ্দিন মানিক | ২৭ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ৮:৩৩ | হোসেনপুর 


হোসেনপুরে সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান এর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে এক কিশোরী (১৫) রক্ষা পেয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামে মেয়ের বাড়িতে গিয়ে তিনি বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের আব্দুর রশিদের ছেলে জায়েদের সাথে ওই কিশোরীর বিয়ে ঠিক করা হয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চরহাজীপুর গ্রামে কিশোরীর বাড়িতে বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান সেখানে ছুটে গিয়ে বাল্যবিয়েটি বন্ধ করে দেন। এ খবর পেয়ে বরযাত্রীরা বিয়ে বাড়িতে উপস্থিত না হয়েই ফেরত যায়।

সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানান, দুপুরে মেয়েটির বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি স্থানীয় একটি সূত্রে উপজেলা প্রশাসন অবগত হলে তিনি বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে ওই কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করে দেন।

বাল্যবিয়ের কুফল ও সরকারের বিধি-বিধান বিষয়ে অবগত করা হলে, ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে মুচলেকা দিয়েছেন তার বাবা-মা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর