কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে প্রক্সি নিয়োগ পরীক্ষার্থী কারাগারে

 স্টাফ রিপোর্টার | ২৭ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ২:১২ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ছিল নিয়োগ পরীক্ষা। এই নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে এসে মো. পলাশ মিয়া নামে এক যুবকের ঠাঁই হয়েছে কারাগারে।

নিয়োগ পরীক্ষার হল থেকে তাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম খোদাদাদ হোসেন প্রক্সি পরীক্ষার্থী পলাশ মিয়াকে এই কারাদণ্ডাদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত প্রক্সি পরীক্ষার্থী মো. পলাশ মিয়া জেলার নিকলী উপজেলার বাসিন্দা। সে উপজেলার গুরুই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ জানিয়েছেন, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা চলছিল। অন্য জনের পরীক্ষা দিতে এসে ভ্রাম্যমাণ আদালতে মো. পলাশ মিয়ার এক মাসের কারাদণ্ড হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর