কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে স্কাউটদের দীক্ষাদান

 এম কে জামান রিপন | ২৬ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ৯:৪০ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জ শহরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ে নবাগত স্কাউটদের দীক্ষানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের দীক্ষাদান করেন বিদ্যালয়ের স্কাউট ইউনিট লিডার মোহাম্মদ কামরুজ্জামান।

‘সদা প্রস্তুত’ এই মটো সামনে নিয়ে বিদ্যালয়ের নবাগত ২২ জন স্কাউট সদস্য তাদের গুরুর কাছে সৃষ্টিকর্তা ও দেশের প্রতি কর্তব্য পালন, সর্বদা অপরকে সাহায্য করার, স্কাউট আইন মেনে চলার দীক্ষা নেয়।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর ছিদ্দিক এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে নবদীক্ষিত স্কাউটদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সম্পাদক মো. আব্দুল আওয়াল মুন্না, জেলা স্কাউটস এর সাবেক সম্পাদক  ও আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবীর, জেলা স্কাউটস এর সহকারী পরিচালক মীর মুজাহিদুল ইসলাম, বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এম আবদুল্লাহ, কিশোরগঞ্জ সদর উপজেলা স্কাউটস এর সম্পাদক মো. শাহজাহান, উপজেলা স্কাউট লিডার মো. এমদাদুল হক, খাকশ্রী নুরুল উলুম মাদ্রসা, করিমগঞ্জ এর ইউনিট লিডার এমদাদুল হক, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ইউনিট লিডার গার্ল ইন স্কাউট প্রণতি সরকার প্রমুখ।

সবশেষে বিদ্যালয়ের স্কাউট সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া জামান সাইকী ও মারিফা রহমান মাহী।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর