কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


জঙ্গলবাড়িতে ভাসমান সবজি চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, ৯:১১ | কৃষি 


জনসংখ্যা বাড়ার সঙ্গে কমছে কৃষিজমি। এর জন্য জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। বাড়াতে হবে কৃষিজমিতে উন্নত প্রযুক্তির ব্যবহার। ভাসমান বেডে সবজি চাষ কৃষির আধুনিক একটি প্রযুক্তি। এ পদ্ধতির সবজি চাষ কৃষককে বাড়তি আয় এনে দেয়। এতে জমির সর্বোত্তম ব্যবহারও হয়।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের ইশাাখাঁ’র স্মৃতিবিজড়িত জঙ্গলবাড়ি গ্রামে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ভাসমান কৃষির আধুনিক প্রযুক্তির উপর মাঠ দিবস অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্প (বারি অংগ)  সরেজমিন গবেষণা বিভাগ কিশোরগঞ্জ এ অনুষ্ঠানের আয়োজন করেছিল। জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: মতিউর রহমান।

এতে সভাপতিত্ব করেন কৃষি গবেষণা উপকেন্দ্র কিশোরগঞ্জের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মানবেন্দ্র সরকার।

জঙ্গলবাড়ি ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মো: বজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মো: আল আমিন, খাকশ্রী নুরুল উলুম ডিএস আলিম মাদরাসার কৃষি শিক্ষক মো: এমদাদুল হক প্রমুখ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর