কটিয়াদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ভেকু উল্টে চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিকলী-কিশোরগঞ্জ সড়কে কটিয়াদী উপজেলার সহস্রাম-ধূলদিয়া ইউনিয়নের ধূলদিয়া বেইলি ব্রিজ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ভেকুচালকের নাম মো. মহসিন মিয়া (৩৭)। তিনি কুমিল্লা জেলার বুড়িচং থানার রাজাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
গচিহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আরিফুর রহমান দুর্ঘটনায় ভেকুচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে।
গচিহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আরিফুর রহমান আরো জানান, সকালে গচিহাটার দিক থেকে ভেকু নিয়ে ভেকুচালক মহসিন মিয়া কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ধূলদিয়া বেইলি ব্রিজের কাছে সকাল ৮টার দিকে ভেকুটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ভেকুচালক মহসিন মিয়ার মৃত্যু হয়।