কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর ৬০ উপকারভোগী পেলেন বিনিয়োগ পুঁজি

 স্টাফ রিপোর্টার | ১৯ সেপ্টেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ১:১২ | করিমগঞ্জ  


করিমগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর ৬০ উপকারভোগীর মাঝে প্রশিক্ষণোত্তর পেশার মানোন্নয়নে বিনিয়োগ পুঁজি হিসেবে ১০ লাখ ৮০ হাজার টাকা কল্যাণ অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু উপকারভোগীদের হাতে অনুদানের নগদ টাকা বিতরণ করেন।

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রশিক্ষণোত্তর পেশার মানোন্নয়নে বিনিয়োগ পুঁজি হিসেবে এই কল্যাণ অনুদান বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক কামরুজ্জামান খান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মো. ইকবাল, করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম, মহিলা ভাইসচেয়ারম্যান আসমা আক্তার, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মামুন প্রমুখ ছাড়াও মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও গণম্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর