কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


সাক্ষরতা দিবসে কিশোরগঞ্জে শোভাযাত্রা আলোচনা

 স্টাফ রিপোর্টার | ৮ সেপ্টেম্বর ২০১৯, রবিবার, ৩:৪৯ | শিক্ষা  


বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে। পরে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ প্রতিপাদ্যের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক।

এতে অন্যদের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, পিটিআই সুপার নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কবীর চৌধুরী, সাংবাদিক মোস্তফা কামাল, নারীনেত্রী বিলকিস বেগম, ব্র্যাক এর জেলা প্রতিনিধি বজলুর রশীদ প্রমুখ আলোচনায় অংশ নেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা কালেক্টরেট লাইব্রেরির লাইব্রেরিয়ান সারওয়ার আহমেদ খান। আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর