কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার | ২ সেপ্টেম্বর ২০১৯, সোমবার, ৫:৫২ | তাড়াইল  


কিশোরগঞ্জ নিউজ, ২ সেপ্টেম্বর, ২০১৯: ‘শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’ এই শ্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ২০২০ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে এ সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমান এঁর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তারেক মাহমুদ।

সমাবেশে বক্তব্য দেন, তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আমিনুল ইসলাম বাবুল, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমাজসেবক মো. শহীদ খান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জিল্লুর রহমান, মো. আবদুল কাদির, মো. রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে অধিক গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দিচ্ছে কি-না, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রতিটি ক্লাসে মনোযোগী হচ্ছে কি-না সে দিকে নজর রাখতে হবে। বিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কি-না সে দিকেও নজর দিতে হবে।

শিক্ষার্থীদের পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ হচ্ছে নেটদুনিয়ায় ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এ দিকে আকৃষ্ট হয়ে পড়লে আগামীতে এসএসসি  পরীক্ষার রেজাল্ট ভালো করা সম্ভব না। তাই, এসবের কুফল সম্পর্কে তাদের ধারণা দিতে হবে। ভবিষ্যত উন্নত দেশ গড়ার লক্ষ্যে আমাদের প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়বো। ঘুম থেকে উঠে ঘুমানোর আগ পর্যন্ত একজন শিক্ষার্থী কি করে, কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, সে দিকটি লক্ষ্য রাখতে অভিভাবকের প্রতি আহ্বান জানান বক্তারা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর