কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন কিশোরগঞ্জের সোহেল

 স্টাফ রিপোর্টার | ২৫ আগস্ট ২০১৯, রবিবার, ৭:৪৭ | রকমারি 


মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জর জেলার কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের ভাট্টা গ্রামের সন্তান সোহেল মিয়া। এছাড়া কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আহমেদ হাসনাইন।

আগামী দুই বছরের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক/মুখপাত্র অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীন।

সভাপতি ও সাধারণ সম্পাদকের দুই সদস্যবিশিষ্ট কমিটিকে পূর্ণাঙ্গ কমিটির করার দায়িত্ব দেয়া হয়েছে। রোববার (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই কমিটি হস্তান্তর করা হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া সোহেল মিয়া মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসাবেও দায়িত্ব পালন করছেন।

সোহেল মিয়া এর আগে সম্প্রতি ঘোষিত ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

সোহেল মিয়া ছাত্র জীবনের শুরু থেকেই দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত। তিনি চট্টগ্রাম কলেজের ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং পদার্থ বিজ্ঞান থেকে বিএসসি (অনার্স) শেষ করে ঢাকা তিতুমীর কলেজ থেকে এমএসসি করেন।

তিনি ঢাকা সেন্ট্রাল ল' কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং সেন্ট্রাল ল' কলেজে আওয়ামী আইন ছাত্র পরিষদের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ শাখার বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ দিন ধরে কেন্দ্রীয় ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত সোহেল মিয়া ছাত্রলীগের আসন ভিত্তিক কিশোরগঞ্জ-২ এ আওয়ামী লীগের প্রার্থী সাবেক আইজিপি, সচিব ও রাষ্ট্রদূত এবং বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ এর পক্ষে নির্বাচন পরিচালনার সমন্বয়কের কমিটিতে সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

সোহেল মিয়ার পিতা করগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার আপন বড় ভাই করগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

তার পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় ভাবে জড়িত রয়েছেন। তিনি বৃহত্তর ময়মনসিংহ আইন ছাত্র কল্যাণ পরিষদের ১নং সাংগঠনিক সম্পাদক পদেও দায়িত্ব পালন করছেন।

এছাড়াও সোহেল মিয়া বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সক্রিয় ভাবে জড়িত রয়েছেন। বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের রাজনীতিতে মুজিব আদর্শের একজন একনিষ্ঠ সৈনিক ছিলেন। ক্লিন ইমেজের ছাত্র নেতা ও সংগঠক হিসেবেই সবার নিকট পরিচিত সোহেল মিয়া।

সোহেল মিয়া মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক/মুখপাত্র অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীন এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।

মুক্তিযুদ্ধের চেতনা লালন করে ভবিষ্যতে অর্পিত দায়িত্ব স্বচ্ছতা ও আন্তরিকতার মাধ্যমে পালনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও গবেষণা খাতে কাজ করার ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোহেল মিয়া বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছেন ত্রিশ লক্ষ শহীদের রক্ত বিনিময়ে। তাই আমাদের নতুন প্রজন্মকে বেশি করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সোনার বাংলা গড়ার জন্য কাজ করতে হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর