কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে গাঁজাসেবীর ছয় মাসের কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ২০ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ১:১৩ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে গাঁজা সেবন ও রাখার দায়ে মো. দুলাল মিয়া (৪৭) নামে এক গাঁজাসেবীকে আটকের পর ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন সোমবার (১৯ আগস্ট) এই দণ্ডাদেশ দেন।

পরে দণ্ডিত গাঁজাসেবী মো. দুলাল মিয়াকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত গাঁজাসেবী মো. দুলাল মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া পন্ডিত বাড়ি সংলগ্ন এলাকার মো. মোক্তার হোসেনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার (১৯ আগস্ট) কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে গাঁজা সেবনের সময় হাতেনাতে মো. দুলাল মিয়াকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন গাঁজাসেবী মো. দুলাল মিয়াকে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

মাদক নির্মুলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর