কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ১০ লিটার চোলাই মদসহ আটক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

 স্টাফ রিপোর্টার | ১৮ আগস্ট ২০১৯, রবিবার, ১০:০৪ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে ১০ লিটার চোলাই মদসহ মো. আব্দুল ওয়াদুদ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর দুই বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন শনিবার (১৭ আগস্ট) রাতে এই দণ্ডাদেশ দেন।

পরে দণ্ডিত মাদক কারবারি মো. আব্দুল ওয়াদুদকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত মাদক কারবারি মো. আব্দুল ওয়াদুদ কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ মোল্লাপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার (১৭ আগস্ট) রাতে র‌্যাব- ১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানের সময় কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি থেকে ১০ লিটার চোলাই মদ বহন করার সময় মাদক কারবারি মো. আব্দুল ওয়াদুদকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন কারবারি মো. আব্দুল ওয়াদুদকে দুই বছরের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মাদক নির্মুলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর