কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নরসুন্দা মুক্তমঞ্চ এলাকায় বিনোদনপ্রেমীদের ঢল

 স্টাফ রিপোর্টার | ১৭ আগস্ট ২০১৯, শনিবার, ১:১৯ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজের সামনে নরসুন্দা মুক্তমঞ্চ এলাকা হয়ে ওঠেছে এ অঞ্চলের মানুষের প্রধান বিনোদন কেন্দ্র। সব বয়সী মানুষ সেখানে প্রতিদিন ভিড় করছেন নির্মল আনন্দ উপভোগ করার জন্য।

তবে বিভিন্ন উৎসব-পার্বনে এখানে উপচে পড়া ভিড় দেখা যায়। ব্যস্ত জীবনের অবসরে মানুষজন পরিবার-পরিজন নিয়ে ছুটে যান মুক্তমঞ্চ পাড়ের খোলা চত্বরে।

পবিত্র ঈদুল আযহার ছুটিতেও মানুষজন নির্মল আনন্দ পেতে ভিড় করছেন জায়গাটিতে। ঈদের দিন সোমবার (১২ আগস্ট) বিকাল থেকেই নরসুন্দা মুক্তমঞ্চ এলাকায় ভিড় জমান বিনোদনপিয়াসীরা।

ঈদের পরদিন মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরের পর থেকে সেখানে সব বয়সীদের ভিড় লেগেই রয়েছে। ঈদের আনন্দ উপভোগ করতে পরিবারের সাথে শিশু কিশোররাও এখানে আসছে।

কিশোরগঞ্জ শহরের একটু বুক ভরে নিঃশ্বাস নেয়ার জায়গা নরসুন্দা মুক্তমঞ্চ এলাকা। নির্মল পরিবেশে আনন্দময় সময় কাটানোর জন্য এলাকাটি দিন দিনই মানুষের পদভারে মুখরিত হচ্ছে।

ঈদের ছুটিতে একটু ঘোরাঘুরির জন্যও মানুষের পছন্দের তালিকায় রয়েছে এই এলাকাটি। পরিবার-পরিজন ও শিশু-কিশোরদের নিয়ে সেখানে ছুটে আসছেন চাকুরীজীবি, ব্যবসায়ী, কবি-সাহিত্যিক, সাংবাদিকসহ নানা পেশাজীবি হাজারো মানুষ।

গুরুদয়াল কলেজ মাঠ সংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চ এলাকা যেন মানুষের ঈদ আনন্দকে আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ঈদের আমেজে প্রতিদিনই এখানে জমায়েত হচ্ছেন হাজারো মানুষ। যেন এক মহামিলনের উৎসবে মাতোয়ারা বিনোদনপ্রেমীরা।

দর্শনার্থীরা বলছেন, প্রতিদিন বিকাল বেলায় এখানে হাজার হাজার মানুষ আসছেন একটু নির্মল আনন্দময় পরিবেশে সময় কাটাতে। কিশোরগঞ্জে এমন পরিবেশ এখন আর কোথাও দেখা যায় না।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর