কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ডেঙ্গু প্রতিরোধে তাড়াইলে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ

 আমিনুল ইসলাম বাবুল | ৭ আগস্ট ২০১৯, বুধবার, ৯:৪১ | তাড়াইল  


ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে কিশোরগঞ্জের তাড়াইলে সচেতনতামূলক মাইকিং, মশার ওষুধ ছিটানো, র‌্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ ও তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বুধবার (৭ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে সচেতনতামূলক র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল সভাকক্ষে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মশক নিধনে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো হয়।

র‌্যালিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঞা শাহীন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো নেতৃত্ব দেন।

এতে অন্যান্যের মধ্যে ডা. মাসুমা আমানুল্লাহ, ডা. জিনাত রায়হানা মুন, ধলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, ‘আমাদের সময়’ প্রতিনিধি আমিনুল ইসলাম বাবুল, ‘সংবাদ’ প্রতিনিধি রবীন্দ্র সরকার প্রমুখ অংশ নেন।

এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর