কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ইটনায় ইউএনও পদে প্রথম নারী নাফিসা আক্তার

 স্টাফ রিপোর্টার | ৬ আগস্ট ২০১৯, মঙ্গলবার, ১২:৩৬ | প্রশাসন 


কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় প্রথম নারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নাফিসা আক্তার। রোববার (৪ আগস্ট) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি ইটনা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।

এর আগে গত ২৯ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে নাফিসা আক্তারকে ইটনা উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়ন করা হয়।

নাফিসা আক্তার এর আগে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ইটনা উপজেলার ১৮তম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন। নাফিসা আক্তার এর আগে হাওর অধ্যুষিত ইটনা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আর কোন নারী দায়িত্ব পালন করেননি।

সোমবার (৫ আগস্ট) ইটনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নাফিসা আক্তার প্রথম অফিস করেন। এদিন সকালে উপজেলা পরিষদ হলরুমে তাঁকে বরণ ও পরিচিতি সভার আয়োজন করা হয়।

সভায় নবাগত ইউএনও নাফিসা আক্তার সকলের সহযোগিতা নিয়ে ইটনা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন।

নাফিসা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগে লেখাপড়া শেষ করে ৩১তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

ব্যক্তিগত জীবনে বিবাহিত নাফিসা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার গর্বিত সন্তান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর