কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ৫ আগস্ট ২০১৯, সোমবার, ৭:২০ | কটিয়াদী 


কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারিভাবে অনুমোদিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (৫ আগস্ট) বিকালে পৌর এলাকার ভোগপাড়ায় আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মোশতাকুর রহমান, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, পৌর মেয়র শওকত উসমান, দরগাহ জামে মসজিদের খতিব ছিদ্দিকুর রহমান।

এ সময় রাজনীতিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে কিশোরগঞ্জ গণপূর্ত বিভাগের তত্বাবধানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি নির্মাণ করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর