কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ডেঙ্গু এবং চিকনগুনিয়া প্রতিরোধে ভৈরবে স্বাস্থ্য বার্তা লিফলেট বিতরণ

 সোহেল সাশ্রু, ভৈরব | ২ আগস্ট ২০১৯, শুক্রবার, ১২:৪১ | ভৈরব 


কিশোরগঞ্জের ভৈরবে ডেঙ্গু এবং চিকনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য বার্তা লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে শহরের চণ্ডিবের এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেগে জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে এই লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন সড়কের দু’পাশের বিভিন্ন দোকানপাটে এবং সড়কে চলাচলকারী একাধিক অটোরিকশা চালক এবং যাত্রীদের কাছে স্বাস্থ্য বার্তা লিফলেট বিতরণ করেন।

এতে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. বুল বুল আহমেদ, আরএমও ডা. কেএনএম জাহাঙ্গীর, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর হাজী মোমেন মিয়া এবং সাধারণ সম্পাদক শাহেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন বলেন, ডেঙ্গু কিংবা চিকনগুনিয়া থেকে বাঁচতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। তাই এ ব্যাপারে সবার সচেতনতা ভীষণ জরুরী।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর