কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে তিন ফার্মেসিকে জরিমানা

 মিছবাহ উদ্দিন মানিক | ৩১ জুলাই ২০১৯, বুধবার, ৯:২৬ | হোসেনপুর 


কিশোরগঞ্জের হোসেনপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে তিনটি ফার্মেসিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ জুলাই) বিকালে হোসেনপুর পৌর সদরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

যে তিনটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো, আজাহার মেডিকেল হল, মা ড্রাগ হাউজ ও ফাতেমা মেডিকেল হল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানান, বুধবার (৩১ জুলাই) বিকালে পৌর সদরের বিভিন্ন স্থানে ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে আজাহার মেডিকেল হলকে ১০ হাজার টাকা, মা ড্রাগ হাউজকে দুই হাজার টাকা ও ফাতেমা মেডিকেল হলকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় বলেও সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর