কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


তোমাকে দেখলেই কবিতা লিখতে ইচ্ছে করে

 যাবীন তাসমিন সানা | ৩১ জুলাই ২০১৯, বুধবার, ৬:১১ | সাহিত্য 


তোমাকে দেখলেই কবিতা লিখতে ইচ্ছে করে
নিস্তব্ধ ভোরে লেকের পাশে দাড়াঁনো কৃষ্ণচূড়া
সবার দৃষ্টিকে যেভাবে কেড়ে নেয়
তুমিও ঠিক তেমনি

কিন্তু তোমাকে সবার দৃষ্টি কেড়ে নিতে কখনো নিস্তব্ধ ভোরের প্রয়োজন হয়নি
প্রয়োজন হয়নি লেকের পাশে কোনো রোমাঞ্চকর মুহূর্তের
অথবা কোনো শুভ্র বিকেলের গোধূলির আবির মাখা মুহুর্তের
কারণ তোমার মুখচ্ছবির আদলেই যে লুকিয়ে আছে মায়া মায়া টাইপের কি এক অজানা মুগ্ধতা!

যদিও হুমায়ুন আহমেদ স্যার বলেছেন 'মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই'
তবুও আমার খুব ইচ্ছে করে তোমাকে বলি 'মায়াবান'
তোমাকে সাজিয়ে নিই আমার কবিতায়
পাঠ করি প্রতি সকাল সন্ধ্যায়।

তোমাকে দেখলেই কবিতা লিখতে ইচ্ছে করে
খুব করে ইচ্ছে করে তোমাকে সাজিয়ে নিই আমার কবিতায়
কিন্তু আমি যে লিখতে পারি না!

তোমাকে নিয়ে লিখতে বসলেই এলোমেলো হয়ে যায় শব্দগুলো
তবুও যে খুব ইচ্ছে করে
তোমাকে নিয়ে কবিতা লিখবো, তোমাকে আমার কবিতা বানাবো!

কন্দর লাইব্রেরিতে হাজারো কবিতার ভিড়ে দ্যুতি ছড়াবে একটি কবিতা
সেই কবিতাটির নাম হবে 'তুমি'
তোমাকে দেখলেই কবিতা লিখতে ইচ্ছে করে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর