রাজধানী ঢাকা ও অন্যান্য স্থানের মতো ভৈরবেও ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৭ জনকে সনাক্ত করেছেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ।
এর মধ্যে তিন জন ভৈরবের বাকিরা ঢাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এসেছেন।
জানা গেছে, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল থেকে নারী শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন ডেঙ্গু জ্বরে আক্রান্তে আশঙ্কায় হাসপাতালে ভীড় করছেন।
ডেঙ্গু আক্রান্ত হওয়ার ভয়ে রক্ত পরীক্ষা করতে এবং ডেঙ্গু জ্বর থেকে নিরাপদ থাকতে করণীয় সম্পর্কে চিকিৎসকদের পরামর্শ নিতে লোকজন শহরের বিভিন্ন প্রাইভেট কিনিক ও হাসপাতালগুলোতে ছুটছেন।
ডেঙ্গু আক্রান্তের আশঙ্কায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে প্রতিদিনই আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। এদিকে ডেঙ্গু এবং চিকন গুনিয়া থেকে সতর্ক থাকতে মাইকিং করছে পৌর কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে ভৈরব উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. রাইনা মাসনুন বলেন, গত এক সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৭ জন রোগীকে সনাক্ত করা হয়েছে।
এছাড়া আরো অন্তত ১০ জনকে রক্ত পরীক্ষা-নিরীক্ষা করতে শহরের বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।