কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে প্রীতি ফুটবল ম্যাচ

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ২৭ জুলাই ২০১৯, শনিবার, ২:৫০ | কটিয়াদী 


কটিয়াদীতে কবি নূরে মালেক মজিব স্মৃতি পাঠাগারের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বিকালে পৌর এলাকার বোয়ালিয়া তাহেরা-নূর স্কুল এন্ড কলেজ মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা আবদুর রহমান রুমীর সভাপতিত্বে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।

এতে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়াবিদ নূরুল হক মিছির উদ্দিন, রাজনীতিক শফিকুর রহমান বাদল, সাবেক প্যানেল মেয়র আশরাফুল হক দাদন, শিক্ষক নুরুল ইসলাম ফরাজী ও মোশাররফ হোসেন খোকা।

অন্যান্যের মাঝে কটিয়াদী রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈম, সমাজসেবক আমিনুল হক ফয়সাল, শাহীন এলাহী, সোহেল আবেদীন রানা, শ্রমিকনেতা মোজাম্মেল হক, ছাত্রনেতা রনি খান, তানজীম খান ফরহাদ, সৌরভ আহমেদ, সাকিবুল হাসান সোহাগ প্রমূখ উপস্থিত থেকে প্রীতি ফুটবল ম্যাচটি উপভোগ করেন।

প্রীতি ফুটবল ম্যাচে কটিয়াদী রক্তদান সমিতি বনাম বোয়ালিয়া ফুটবল একাদশ অংশ নেয়। ৯০ মিনিটের ম্যাচটিতে ২-০ গোলের ব্যবধানে বোয়ালিয়া ফুটবল একাদশ বিজয়ী হয়।

ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন সাদ্দাম হোসেন এবং ধারা বর্ণনায় ছিলেন আবদুর রহমান।

ম্যাচ শেষে দু'দলের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর