কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

 মো. রফিকুল হায়দার টিটু, স্টাফ রিপোর্টার, কটিয়াদী | ২০ জুলাই ২০১৯, শনিবার, ৯:১৮ | কটিয়াদী 


কটিয়াদীতে মৌসুমী আক্তার (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী নিজ ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার বাগরাইট গ্রামে ঘটনাটি ঘটেছে।

নিহত মৌসুমী আক্তার বাগরাইট গ্রামের সৌদি প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২০ জুলাই) সন্ধ্যায় বাগরাইট গ্রামের নিজ ঘরে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে মৌসুমী আক্তার আত্মহত্যা করেন।

এ ঘটনা ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন তার বাড়িতে ভীড় জমায়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর