কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জের ওয়াকফ হিসাব নিরীক্ষক বাংলাদেশের শ্রেষ্ঠ হিসাব নিরীক্ষক

 স্টাফ রিপোর্টার | ১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার, ১০:১৬ | বিশেষ সংবাদ 


ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক কার্যালয়ের মাঠ পর্যায়ে ‘শুদ্ধাচার পুরস্কার ২০১৮-২০১৯’ পেয়েছেন কিশোরগঞ্জের (কিশোরগঞ্জ-নেত্রকোনা) ওয়াকফ হিসাব নিরীক্ষক জোবায়ের হোসেন।

রোববার (১৪ জুলাই) সকালে রাজধানীর মগবাজারের বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়াকফ প্রশাসক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী ওয়াকফ প্রশাসক উপ-সচিব মো. হুমায়ূন কবির এবং সহকারী ওয়াকফ প্রশাসক (প্রশাসন ও অর্থ) উপ-সচিব মো. রায়হান কাউছার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী ওয়াকফ প্রশাসক মো. আব্দুল কদ্দুস, সহকারী ওয়াকফ প্রশাসক মো. মোশাররফ হোসাইন, সহকারী ওয়াকফ প্রশাসক মো. কামরুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবুল কাশেম, অফিস তত্ত্বাবধায়ক মো. জহিরুল হক তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বিভিন্ন জেলায় দায়িত্বপ্রাপ্ত ওয়াকফ পরিদর্শক/হিসাব নিরীক্ষকগণের উপস্থিতিতে এ পুরস্কার প্রদান করা হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর