কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে বজ্রপাতে গরু ও জীবন দুটোই গেলো কৃষক আব্দুল হাসিমের

 নিকলী সংবাদদাতা | ১৪ জুলাই ২০১৯, রবিবার, ৫:৫৩ | নিকলী  


নিকলীতে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আব্দুল হাসিম (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়া বজ্রপাতে তার সাথে থাকা গরুটিরও মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুলাই) দুপুরে নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর হাওরে বজ্রপাতে মর্মান্তিক এই নিহতের ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল হাসিম নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে গ্রামের পাশের হাওরে থানা গরু বাড়িতে আনতে যান কৃষক আব্দুল হাসিম। গরু নিয়ে ফেরার সময় বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলেই আব্দুল হাসিম মারা যান।

এছাড়া এ সময় কৃষক আব্দুল হাসিমের সাথে থাকা গরুটিরও মৃত্যু হয়।

নিকলী থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহতের এই ঘটনায় নিকলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর