কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

 স্টাফ রিপোর্টার | ১৩ জুলাই ২০১৯, শনিবার, ১০:০৩ | পাকুন্দিয়া  


পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানকে সামনে রেখে পাকুন্দিয়ায় থানা কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে শনিবার (১৩ জুলাই) দুপুরে পাকুন্দিয়া থানা প্রশাসনের আয়োজনে থানা সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ আনোয়ার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও থানা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক মো. কফিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক ও থানা কমিউনিটি পুলিশিয়ের সদস্য সচিব মো. মোতায়েম হোসেন স্বপন এবং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.হুমায়ুন কবীর।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহা. শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, জাঙ্গালিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবদুস ছাত্তার, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, উপজেলা যুবলীগের আহ্বায়ক হেলাল উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমুখ।

পুলিশিং সমাবেশ সঞ্চালনায় ছিলেন পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উবায়দুর রহমান।

সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর