কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নেত্রকোনায় ধর্ষণের বিরুদ্ধে খালি পায়ে হেঁটে প্রতিবাদ

 এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা | ১২ জুলাই ২০১৯, শুক্রবার, ৬:২৩ | সারাদেশ 


‘ধর্ষণের বিরুদ্ধে জাগো বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় খালি পায়ে হাঁটা কর্মসূচী নিয়ে পুরো শহর প্রদক্ষিণ এবং মানববন্ধন করে প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সমাজের সচেতন সকল স্তরের নেতৃবৃন্দ।

‘প্রতিবাদ প্রতিরোধের এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১২ জুলাই) সকাল ১০টায় স্থানীয় শহীদ মিনারে জড়ো হন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সকাল সাড়ে ১০টায় সেখান থেকে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে খালি পায়ে হাটা কর্মসূচী শুরু হয়। এ সময় অনেকেই মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচীতে অংশ নেন।

কর্মসূচীতে অংশগ্রহণকারীরা খালি পায়ে হেঁটে জেলা শহরের তেরী বাজার মোড়, আখড়ার মোড়, বড় বাজার, মোক্তারপাড়া প্রেসক্লাব হয়ে পূনরায় শহীদ মিনারে গিয়ে মানববন্ধনে মিলিত হন।

মানববন্ধন চলাকালে নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, রেড ক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, স্বাবলম্বীর কোহিনুর বেগম, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সৈয়দা নাজনীন সুলতানা, শিল্পী ভট্টাচার্য্য, শিক্ষক তমা রায়, সাংবাদিক পল্লব চক্রবর্তী, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সোবায়েল আহম্মদ খান, ছাত্র ইউনিয়নের সভাপতি মিথুন শ্বর্মা অভি, উদীচীর মো. আলমগীর, অভিভাবক সাহানা আক্তার পপি, শিশু ছায়ার তোফায়েল খান, শিক্ষার্থী তামান্না আক্তার, তাসপিয়া তাহিমিন প্লামি, দেবাশিষ সরকার, ঋত্বিক সরকার, বীথি সরকার প্রমুখ।

বক্তারা অবিলম্বে ধর্ষণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া এবং ধর্ষণের শাস্তি জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর