কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

 স্টাফ রিপোর্টার | ১২ জুলাই ২০১৯, শুক্রবার, ৫:৪৫ | কিশোরগঞ্জ সদর 


ভারতে মুসলমানদের উপর নিপীড়ণ, সারাদেশে ধর্ষণ, খুন, গুম, বিচারবিহীন হত্যা বন্ধের দাবিতে এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখা।

শুক্রবার (১২ জুলাই) বাদ জুমআ ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি গৌরাঙ্গ বাজার হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদি মসজিদ চত্বরে জমায়েত হয় এবং সমাবেশ করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, সেক্রেটারী কেএম আনিছুজ্জামান খান এতে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে গ্যাসের মূল্য নিম্নমূখী এবং পাশের রাষ্ট্র ভারতে গ্যাসের মূল্য কমানো হলেও বাংলাদেশ গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে।

এছাড়া সারাদেশে ধর্ষণ, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যা বন্ধেরও দাবি জানান তারা।

কর্মসূচীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোগরঞ্জ জেলা শাখার জয়েন্ট সেক্রেটারী মো. রুকন উদ্দিন, সহকারী দফতর সম্পাদক আশরাফ আলী সোহান, ইশা ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ইমদাদুল্লাহ মাহবুব, সহ-সভাপতি আবরারুল হক, সাংগঠনিক সম্পাদক আবু বকর, প্রশিক্ষণ সম্পাদক আবু হানিফ, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক তসিন আহমদ, স্কুল বিষয়ক সম্পাদক আল আমিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী শ্রমিক আন্দোলনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর