কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পথের ধারে কাঁদছিল শিশুটি, মিলছে না পরিচয়, নেয়া হয়েছে পাকুন্দিয়া থানায়

 স্টাফ রিপোর্টার | ৮ জুলাই ২০১৯, সোমবার, ৬:৩৩ | পাকুন্দিয়া  


সোমবার (৮ জুলাই), সময় তখন বিকাল ৩টা। পাকুন্দিয়া উপজেলার ছোট আজলদী বাজার সংলগ্ন সালংকা ব্রীজের কাছে রাস্তায় দাঁড়িয়ে কাঁদছে দুই থেকে আড়াই বছর বয়সী একটি ছেলে শিশু।

বাজারের ব্যবসায়ী এবং পথচারী অনেকেই বিষয়টি দেখে শিশুটির অভিভাবকের খোঁজ করেন। কিন্তু আশপাশে কোথাও অভিভাবকের দেখা মিলেনি।

এ পরিস্থিতিতে বাজারের ব্যবসায়ী এবং স্থানীয়দের উদ্যোগে ছেলে পাওয়ার বিষয়টি নিয়ে মাইকিং করা হয়। এরপরও মিলেনি শিশুটির অভিভাবকের সন্ধান।

অভিভাবক হারা শিশুটি কিছুই বলতে পারছে না। অভিভাবককে হারিয়ে সে শুধুই কাঁদছে। বাজারের ব্যবসায়ী এবং স্থানীয়দের দেয়া চিপস-চকোলেট কোন কিছুতেই তার কান্না থামছে না। ফলে শিশুটির নাম বা পরিচয় কিছুই জানা যাচ্ছে না।

শিশুটির বাড়ি কোথায়, কিভাবেই বা শিশুটি এখানে এলো, কিছুই নিশ্চিত হতে পারেননি এলাকাবাসী।

স্থানীয় সব উদ্যোগের পরও শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া না যাওয়ায় সালংকা গ্রামের বাসিন্দা ছোট আজলদী বাজারের ব্যবসায়ী এনামুল হক ও শফিকুল ইসলাম শিশুটিকে নিয়ে সন্ধ্যায় ছুটে যান পাকুন্দিয়া থানায়। সেখানে গিয়ে থানা পুলিশকে সব ঘটনা খুলে বলেন তারা।

পাকুন্দিয়া থানা সূত্র জানায়, শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তারা শিশুটির পরিচয় জানার চেষ্টা করছেন।

শিশুটি শুধুই কান্নাকাটি করায় থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা জিজ্ঞেস করেও তার কাছ থেকে কোন উত্তর পাচ্ছে না।

কচি হৃদয়ে অভিভাবক হারানোর বেদনা নিয়ে শিশুটি কেবল কেঁদেই চলেছে।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) এসএম শফিকুল ইসলাম জানান, তারা শিশুটির পরিচয় জানার চেষ্টা করছেন। কেউ শিশুটির ব্যাপারে কোন খোঁজ দিতে পারলে তাকে থানায় যোগাযোগ করার জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ: কিশোরগঞ্জ নিউজ এর সংবাদে মায়ের কোলে ফিরলো শিশু মাশরাফি


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর