কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রতিরোধের অঙ্গীকার

 স্টাফ রিপোর্টার | ৩ জুলাই ২০১৯, বুধবার, ৯:৩৬ | কিশোরগঞ্জ সদর 


বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এর উদ্যোগে কিশোরগঞ্জে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধকরণ বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে শহরের কালীবাড়ি মার্কেটের তৃতীয় তলায় কিশোরগঞ্জ সমকাল অফিসে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, জনসচেতনতাই মানুষকে তামাকজাত দ্রব্য গ্রহণ থেকে বিরত রাখতে পারে। তামাকজাত দ্রব্য বিশেষ করে ধুমপানের মাধ্যমে কেবল ধুমপায়ী ব্যক্তিই ক্ষতিগ্রস্থ হচ্ছে না, এর শিকার হচ্ছেন অন্যরাও। এজন্যে সবাইকে নিজে থেকে উদ্যোগী হয়ে ধুমপান পরিত্যাগ করতে হবে।

তিনি স্কুল কলেজ, মাদরাসা ও মসজিদে তামাক বিরোধী প্রচার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।

সভায় সূচনা বক্তব্য রাখতে গিয়ে নাটাবের প্রকল্প সমম্বয়ক একেএম খলিলুল্লাহ বলেন, শুধু প্রচারের মাধ্যমে তামাকজাত দ্রব্যের অপব্যবহার রোধ করা যাবে না। এজন্য তিনি আইন প্রয়োগের গুরুত্ব রয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।

মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফারুক আহমেদ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক হাবীব তৌহিদ ইমাম, কিশোরগঞ্জ ছড়াকার সংসদের সভাপতি মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান, টিআইবি‘র এরিয়া ম্যানেজার ফজলে এলাহী, জেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক শংকর চন্দ্র পাল, শ্রমিক নেতা মো. আবদুর রহমান রুমী, সৈয়দ রেজওয়ান উল্লাহ বাশার, সমকাল সুহৃদের তৌকির ইসলাম তন্ময় প্রমুখ।

মত বিনিময় সভায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রতিরোধের অঙ্গীকার করেন সংশ্লিষ্টরা।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর