কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


ভৈরবে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

 সোহেল সাশ্রু, ভৈরব | ১ জুলাই ২০১৯, সোমবার, ৯:১৯ | ভৈরব 


প্রকৃত মানুষ গড়া-ই আমাদের লক্ষ্য- এ স্লোগানকে সামনে রেখে ভৈরবে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজে ২০১৯-২০২০ একাদশ শ্রেণির শিক্ষাবর্ষে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুলাই) সকালে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ শিক্ষার্থীরা অনুষ্ঠানের অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. সায়দুল্লাহ মিয়া।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহমুদা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি কমিটির আহ্বায়ক ও নবীন বরণ উদযাপন কমিটির আহ্বায়ক দর্শন বিভাগের বিভাগীয় প্রধান শামীম আহমেদ, হাজী আসমত কলেজ বিভাগীয় প্রধান সাবেক অধ্যাপক ফজলুল হক প্রমুখ।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তৌহিদুল ইসলাম, পদার্থ বিজ্ঞান শিক্ষক ইমদাদুল হক চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃত মানুষ গড়াই আমাদের লক্ষ্য। এ মূল মন্ত্র নিয়েই কলেজটি ১৯৯৪ সালে যাত্রা শুরু করে। সে যাত্রায় আজ এ কলেজ বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তরিত।

নবীনদের উদ্দেশ্যে তারা বলেন, এই বৃহৎ বিদ্যায়তনে তোমাদের দায়িত্ব তোমাদের নিতে হবে এবং নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। আজ নবীনদের কলেজে প্রথম দিন। তারা আজ ভর্তি হয়েছেন সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। ১০ বছর লেখাপড়া করে আজ তারা এ কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।

জানা যায়, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে এ কলেজে সকল বিভাগে ৮৫০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

কলেজ শিক্ষার্থীসহ অন্যান্য কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর