কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে পৌর কর্মকর্তা-কর্মচারিদের অবস্থান কর্মসূচি পালিত

 মিছবাহ উদ্দিন মানিক | ১ জুলাই ২০১৯, সোমবার, ৭:০৩ | হোসেনপুর 


রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা এবং সকল কর্মকর্তা-কর্মচারিদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে হোসেনপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারিরা।

সোমবার (১ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভায় সকল দাপ্তরিক সেবা বন্ধ করে প্রধান ফটকের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা এবং সকল কর্মকর্তা-কর্মচারিদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবিতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন এর আহ্বানে সারা দেশে সকল পৌরসভায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে সহকারী প্রকৌশলী ও হোসেনপুর পৌরসভা ইউনিটের সভাপতি মো. শেখ ফরিদ, পৌর সচিব এ. কে. এম. হাবিবুল্লাহ, স্বাস্থ্য সহকারী ও ইউনিটের সাধারণ সম্পাদক মো. সৈয়দুজ্জামন উজ্জ্বল, কর আদায়কারী মো. মোশারফ হোসেন, সহকারী কর আদায়কারী কেশর ঘোষ, অফিস সহকারী আ. হান্নান রুবেল, কার্য সহকারী তফাজ্জল হোসেন লিখন, হিসাব সহকারী মোস্তফা কামাল ও অন্যান্য কর্মচারিরা অংশ নেন।

কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে পৌর কর্মকর্তা-কর্মচারিদের ন্যায্য এই দাবিসমূহ মেনে নেয়ার আহ্বান জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর