কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ইউএনও বন্ধ করলেন স্কুল ছাত্রীর বাল্যবিয়ে

 মিছবাহ উদ্দিন মানিক | ২৯ জুন ২০১৯, শনিবার, ১:০১ | হোসেনপুর 


হোসেনপুরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে নবম শ্রেণির এক ছাত্রী (১৫) রক্ষা পেয়েছে। বাল্যবিয়ের আয়োজন চলার সময় শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কমল কুমার ঘোষ উপজেলার সাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে এই বাল্যবিয়ে বন্ধ করে দেন।

বাল্যবিয়ের হাত থেকে রা পাওয়া ওই ছাত্রী স্থানীয় গলাচিপা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।

উপজেলা নির্বাহী অফিসার কমল কুমার ঘোষ জানান, দুপুরে উপজেলার গলাচিপা গ্রামে ওই স্কুল ছাত্রীর বাড়িতে ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়। স্থানীয়রা এ খবর উপজেলা প্রশাসনকে জানান।

খবর পেয়ে দ্রুত বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কমল কুমার ঘোষ। সেখানে তিনি স্কুল ছাত্রী বাল্যবিয়ে বন্ধ করে দেন।

এসময় মেয়ের বাবা ছাড়াও বরের বাবা চরপুমদী গ্রামের সিরাজুল ইসলাম ও বিয়ের ঘটক সাহেদল বাগপাড়া গ্রামের আব্দুস সালামকে আটক করা হয়।

বাল্যবিয়ের কুফল ও সরকারের বিধি বিধান বিষয়ে মেয়ের বাবা, বরের বাবা ও ঘটককে অবগত করা হয়।

পরে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবেন না বলে তারা সবাই মুচলেকা দিলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর