কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুর সরকারি কলেজের অধ্যাপক আবু হেনা মাহবুব বাদল আর নেই

 মো. জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, হোসেনপুর | ২৮ জুন ২০১৯, শুক্রবার, ৬:৫৫ | হোসেনপুর 


কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী হোসেনপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবু হেনা মাহবুব বাদল (৬৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (২৮ জুন) বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২৯ জুন) সকালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার জয়ারচর গ্রামের পৈত্রিক নিবাসে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক আবু হেনা মাহবুব বাদল এর মৃত্যুতে হোসেনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান, অধ্যক্ষ মোছলেহ উদ্দিন খান, অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, সাংবাদিক মো. জাকির হোসেন, সাংবাদিক আশরাফ আহমেদ, উপজেলা কলেজ শিক্ষক সমিতি, স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পৃথক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আবু হেনা মাহবুব বাদল ১৯৯২ সালে হোসেনপুর ডিগ্রি কলেজে প্রভাষক (মনোবিজ্ঞান) পদে যোগদানের মাধ্যমে শিক্ষকতা শুরু করেন। কর্মজীবনে তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর