কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে মুড়ি কারখানাসহ তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 স্টাফ রিপোর্টার | ২৪ জুন ২০১৯, সোমবার, ৮:১৯ | কিশোরগঞ্জ সদর 


কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মুড়ি কারখানাসহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৪ জুন) কিশোরগঞ্জ শহরের নগুয়া এবং শহরতলীর মারিয়া এলাকায় বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

মো. ইব্রাহীম হোসেন জানান, অভিযানে শিল্প লবণ ব্যবহার করে মুড়ি উৎপাদন করার অপরাধে শহরের নগুয়া এলাকার সিদ্দিক এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে একই এলাকার জামিল ফার্মেসিকে ৬ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য ও পণ্য বিক্রির অপরাধে শহরতলীর মারিয়া এলাকার তাজুল ভ্যারাইটিজ স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, জেলা প্রশাসন কিশোরগঞ্জ এর নির্দেশনা এবং জেলা পুলিশ কিশোরগঞ্জ এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় জেলা বাজার কর্মকর্তা শিখা বেগম উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও্ মো. ইব্রাহীম হোসেন জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর