কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


হোসেনপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

 মিছবাহ উদ্দিন মানিক | ২১ জুন ২০১৯, শুক্রবার, ১২:২৬ | হোসেনপুর 


আগামী ২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার ল্েয হোসেনপুরে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার (২০ জুন) সকালে হাসপাতালের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান সেলিম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান।

এতে অন্যান্যের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাসুদ, সূর্যের হাসি কিনিক ম্যানেজার নজরুল ইসলাম, পরিসংখ্যানবিদ আখরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জানানো হয়, আগামী ২২ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে হোসেনপুর উপজেলার ১৪৫টি কেন্দ্রে ৩০ হাজার ৮শ ৮৮জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর