কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

 স্টাফ রিপোর্টার | ২০ জুন ২০১৯, বৃহস্পতিবার, ৪:১০ | বিশেষ সংবাদ 


‘আসুন বায়ু দূষণ রোধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা মাধ্যমে কিশোরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান, পিপি শাহ আজিজুল হক, পরিবেশ অধিপ্তরের সিনিয়র কেমিস্ট কাজী সুমন, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এনায়েত করিম অমি, প্রফেসর এম এ গণি, প্রভাষক সামিউল হক মোল্লা প্রমুখ নেতৃত্ব দেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর