কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, সাড়ে ৯ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

 স্টাফ রিপোর্টার | ১৬ জুন ২০১৯, রবিবার, ৬:৪৭ | বিশেষ সংবাদ 


কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে একটি লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যাওয়ায় ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সাড়ে ৯ ঘন্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। এতে যাত্রীরা চরম ভোগান্তি ও বিড়ম্বনার শিকার হন।

ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৪১ আপ ট্রেনটি কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয়ার সময় স্টেশনের কাছে রোববার (১৬ জুন) সকাল ৯টা ১০ মিনিটের দিকে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে।

ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব ও কিশোরগঞ্জ-ভৈরব-ঢাকাসহ সংশ্লিষ্ট রুটের কয়েকটি ট্রেন এ সময় বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

কিশোরগঞ্জের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন দুপুর পৌনে ২টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।

বিকাল সাড়ে ৫টার দিকে ইঞ্জিনটি লাইনে ওঠানোর পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয় বলেও তিনি জানান।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর