কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


অষ্টগ্রামে কৃষি শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

 অজিত দত্ত, অষ্টগ্রাম | ১০ জুন ২০১৯, সোমবার, ৯:৪৪ | অষ্টগ্রাম 


‘কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই স্লোগানে সারাদেশের ন্যায় অষ্টগ্রামে কৃষি শুমারির জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি ও কৃষির উপখাত সম্পর্কে সর্বশেষ তথ্য সংগ্রহের জন্য এই কৃষি শুমারি করা হচ্ছে।

তিন দিনের প্রশিক্ষণের পর রোববার (১০ জুন) অষ্টগ্রাম উপজেলা পরিষদ কমপ্লেক্সের পুরাতন ভবনে এর শুভ উদ্বোধন করা হয়। পরে উপজেলার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেন।

উপজেলায় ১৬৪ জন তথ্য সংগ্রহকারী এবং ২৫ জন সুপারভাইজার এই তথ্য সংগ্রহ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিগত পরিসংখ্যান অনুযায়ী, অষ্টগ্রাম উপজেলার ৮ ইউনিয়নের মোট খানার সংখ্যা ছিল ৩১ হাজার ১৩৯টি। এসব এলাকায় ১৬৯ জন তথ্য সংগ্রহকারী রোববার (৯ জুন) থেকে ২০ জুন পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ করবেন।

এ বিষয়ে উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ মুক্তাদীরুল ইসলাম জানান, হাওরের দুর্গম এলাকা হলেও গণনাকারীরা তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছেন। এবারের কৃষি শুমারির মধ্য দিয়ে মাঠ পর্যায়ের হালনাগাদ তথ্য পাওয়া যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর