কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় সাপের কামড়ে পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

 স্টাফ রিপোর্টার | ২ জুন ২০১৯, রবিবার, ৩:১৩ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় সাপের কামড়ে আরিফুর রহমান রনি (১৯) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) ভোর ৬টার দিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে শনিবার (১ জুন) রাতে সে সাপের কামড়ে আহত হয়।

নিহত আরিফুর রহমান রনি পাকুন্দিয়া উপজেলার টানশ্রীরামদী গ্রামের সৌদিআরব প্রবাসী মো. রিপন মিয়ার ছেলে ও কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর কম্পিউটার সাইন্সের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুর রহমান রনি শনিবার (১ জুন) রাত ১০টার দিকে পায়ে হেঁটে বাড়ি থেকে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ পাকা সড়কে উঠছিল। এসময় তাঁর ডান পায়ের গোড়ালির অংশে সাপে কামড় দেয়। বিষয়টি সে বাড়িতে এসে জানালে স্থানীয় ওঝা দিয়ে ঝাঁড়ফুঁক করানো হয়।

রাত ১টার দিকে সে অস্বস্তি বোধ করলে তাকে জরুরি ভিত্তিতে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২ জুন) ভোর ৬টার দিকে মারা যায় সে।

নিহতের বড় ভাই আলমগীর হোসেন জনি বলেন, আমরা তিন ভাই। রনি মধ্যম। সে কিশোরগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এ কম্পিউটার সাইন্স নিয়ে পড়তো। রমজান মাসের শুরু থেকেই সে বাড়িতে ছিল।

শনিবার (১ জুন) দিবাগত রাতে বাড়ি থেকে রাস্তায় ওঠার সময় সাপের কামড়ে আক্রান্ত হয় রনি। পরে তাকে ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২ জুন) ভোর ৬টার দিকে মারা যায় সে।

স্থানীয় পৌরকাউন্সিলর মো. শরিফুল ইসলাম আরিফ সাপের কামড়ে টানশ্রীরামদী গ্রামের সৌদিআরব প্রবাসী মো. রিপন মিয়ার ছেলে আরিফুর রহমান রনি মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর