কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে শিশুদের হাতে সৃজন এর ঈদ উপহার

 স্টাফ রিপোর্টার | ৩১ মে ২০১৯, শুক্রবার, ৯:৩০ | সংগঠন সংবাদ 


‘ঈদের খুশি ছড়িয়ে দিতে সৃজনের হাত আপনার হাতে, ঈদ হোক আপনার, আমার, সবার’- এই স্লোগান সামনে নিয়ে কিশোরগঞ্জে ছোট্ট বন্ধুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ মে) সরকারি গুরুদয়াল কলেজ মাঠে শিশুদের হাতে সৃজন এর ঈদ উপহার তুলে দেয়া হয়।

মানবতার সেবায় সৃজনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অধ্যাপক আবদুল গণি এর সভাপতিত্বে ঈদ উপহার হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাক সভাপতি এবং সমকালের স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট সাইফুল হক মোল্লা দুলু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন শোকরানা, হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, আরজত আতরাজন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম আবদুল্লাহ, বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জ সদর উপজেলার সম্পাদক মো. শাহজাহান, প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের প্রভাষক ডা. নুরুন্নাহার আফরিন, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লুৎফুন্নেছা চিনু, সৃজন ময়মনসিংহের প্রতিনিধি ও জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোজাম্মেল হক অনিক, স্বেচ্ছাসেবক মুরাদ, সৃজন এর সদস্য শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৃজনের উপদেষ্টা ও আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের গ্রন্থাগারিক মোহাম্মদ কামরজ্জামান।

এতে সৃজন কার্যকরী কমিটির সদস্য তৌকির আহম্মেদ নিলয়, ইনফাত আকন্দ প্রমূখ উপস্থিত ছিলেন। সবশেষে অতিথিবৃন্দ ছোট্ট বন্ধুদের হাতে ঈদ উপহার তুলে দেন।

সৃজন সভাপতি নুসরাত জাহান মিম জানান, মানবতার সেবায় সৃজন ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলায় বিভিন্ন সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুই জেলায় এ যাবৎ প্রায় পাঁচ সহস্রাধিক গরীব ও মমূর্ষু রোগিকে রক্তদানে সহযোগিতা করেছে। নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে মাস্ক বিতরণ কার্যক্রম, শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর