কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


কিশোরগঞ্জে কবি এম এ বারী স্মরণে আলোচনা সভা ও দোয়া

 স্টাফ রিপোর্টার | ৩১ মে ২০১৯, শুক্রবার, ৩:৩৯ | সংগঠন সংবাদ 


হোসেনপুরের কৃতী সন্তান গীতিকবি এমএ বারী স্মরণে কিশোরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মে) জেলা শহরের থানা মার্কেটের মডার্ন ডেন্টালে ভোরের আলো সাহিত্য আসরের ৫৫২তম আসরে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দীন। প্রধান আলোচক ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী।

ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভা পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মো. রেজাউল হাবীব রেজা।

এতে আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ হোমিওপ্যাথিক ফোরামের সভাপতি এম এ হালিম তালুকদার, সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন খান, উপদেষ্টা শফিউল আলম, ভোরের আলো সাহিত্য আসরের সহসভাপতি কবি মোতাহের হোসেন, সহসম্পাদক শফিক কবীর, সাংগঠনিক সম্পাদক আলী রেজা সুমন, নারী বিষয়ক সম্পাদক সূবর্ণা দেবনাথ, সহকারী প্রচার সম্পাদক জহিরুল হাসান রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, শিল্পী আহমেদ রাজু, মো. শাহীন মিয়া, লেখক নকীবুল হক প্রমুখ।

পরে ভোরের আলো সাহিত্য আসর ও জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য প্রয়াত গীতিকবি এম এ বারী মাস্টার এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এতে ভোরের আলো সাহিত্য আসরের সদস্যরা ছাড়াও কবি, সাংবাদিক, লেখক ও শিল্পীরা উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর