কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


পাকুন্দিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারীদের সেলাই প্রশিক্ষণ শুরু

 রাজন সরকার, স্টাফ রিপোর্টার, পাকুন্দিয়া | ৩০ মে ২০১৯, বৃহস্পতিবার, ৫:২৭ | পাকুন্দিয়া  


পাকুন্দিয়ায় সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ মে) থেকে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায়’ উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

উপজেলা পরিষদ হলরুমে রবিদাস সম্প্রদায়ের ২০জন নারীকে নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়।

দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ মোকলেছুর রহমান সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব দিলিপ রবিদাস উপস্থিত ছিলেন।

তিন মাস সেলাই প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে সম্মানী ভাতাসহ বিনামূল্যে একটি করে সেলাই মেশিন ও সেলাই উপকরণ দেয়া হবে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর