কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নিকলীতে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে গুলিতে নিহত ১, আহত ১

 স্টাফ রিপোর্টার | ২৭ মে ২০১৯, সোমবার, ১:০৯ | নিকলী  


নিকলীতে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একপক্ষের ছোঁড়া গুলিতে খোকন মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আফজাল হোসেন (২০) নামে এক তরুণ আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ মে) সন্ধ্যায় উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটি ভরাটিয়া গ্রামে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত খোকন মিয়া ভাটি ভরাটিয়া গ্রামের দয়াল মিয়ার ছেলে এবং আহত আফজাল একই গ্রামের আরজু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাটি ভরাটিয়া গ্রামের তাহের ও দয়ালের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

রোববার (২৬ মে) ইফতারের আগে শিশুদের ফুটবল খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে তাহেরের লোকজন খোকনের ভাতিজা মারুফকে ধরে নিয়ে যায়।

খবর পেয়ে খোকনসহ তার আত্মীয়রা তাহেরের বাড়িতে গেলে দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাহেরের লোকজন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে।  এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়। এছাড়া আফজাল গুরুতর আহত হয়।

নিকলী থানার ওসি মো. নাসির উদ্দিন ভূঁইয়া জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর