কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


নজরুল জন্মবার্ষিকীতে কিশোরগঞ্জে আলোচনা সভা

 স্টাফ রিপোর্টার | ২৫ মে ২০১৯, শনিবার, ৪:২৮ | বিশেষ সংবাদ 


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০ তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

আলোচনা সভায় অন্যদের মধ্যে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম সোপান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক, জেলা প্রেসক্লাব সভাপতি মোস্তফা কামাল, সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু প্রমুখ আলোচনায় অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মের উপর আলোচনা করেন।

এছাড়া স্থানীয় শিল্পীরা কাজী নজরুল ইসলামের লেখা হামদ-নাত ও সংগীত পরিবেশন করেন। কাজী নজরুল ইসলামের লেখা কবিতাও অনুষ্ঠানে আবৃত্তি করা হয়।

কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীর এই অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর