কিশোরগঞ্জ নিউজ :: কিশোরগঞ্জকে জানার সুবর্ণ জানালা


করিমগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

 স্টাফ রিপোর্টার | ২৩ মে ২০১৯, বৃহস্পতিবার, ২:৫৭ | করিমগঞ্জ  


করিমগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে করিমগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্ট। বৃহস্পতিবার (২৩ মে) রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের সভা কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান অধ্যপক মো. আজিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আ.ন.ম নৌশাদ খান।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ ছোবহানিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল বারী এবং করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম।

করিমগঞ্জ ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. রুস্তম আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, কান্দাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশফিকুর রহমান, হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, দেওপুর আসাদুল হক দাখিল মাদরাসার শিক্ষক মাও. আব্দুল হাই, শিক্ষার্থী নাজমুস সাকিব, মোহাইমিনুল কবীর নাফি, সামান্তা আক্তার সাথী, অভিভাবক আবু শহীদ, হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত করিমগঞ্জ উপজেলার অর্ধ শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, উপহার ও নগদ অর্থ তুলে দেন।

এসময় ট্রাস্ট্রের প্রচার সম্পাদক নুরুল ইসলাম, শিক্ষক আব্দুল হাই বিএসসি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ট্রাস্টের সদস্যগণ, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


[মতামতের জন্য সম্পাদক দায়ি নয়। মতামত একান্তই পাঠকের নিজস্ব। এর সকল দায়ভার বর্তায় মতামত প্রদানকারীর]

এ বিভাগের আরও খবর